কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় সৈয়দুল হক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ মে) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক নিশাত সুলতানা এই রায় দেন।
সৈয়দুল হক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া এলাকার বাসিন্দা আহম্মদ হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ শুনানি ও প্রমাণ উপস্থাপনের পর বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০ (গ)/৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে সৈয়দুল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বিষয়টি নিশ্চিত করেন মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।
তিনি জানান, ইয়াবাপাচার মামলায় সৈয়দুল হক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট ।
২০২৩ সালে দায়ের হওয়া এসটি ৬৬৮/২৩ নম্বর মামলায় আসামির কাছ থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার হয়। মামলার তদন্ত ও বিচার কার্যক্রম শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।
ডিজে