কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে বেদখল হওয়া ১৫ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। এ ঘটনায় দখলদারের বিরুদ্ধে মামলার করা হবে বলে জানা গেছে।
রোববার (২৫ মে) সকাল ১১টা থেকে উখিয়া সদর বিটের কুতুপালং এলাকায় কয়েকটি অভিযান চালিয়ে এসব জায়গা উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম, কামাল উদ্দিন, সৈয়দ উল্ল্যাহর নেতৃত্বে ১৫ একর বনের জমি দখল করেছিল।
উখিয়া রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক শাহীনুর ইসলাম জানান দখলদারদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
ডিজে