উখিয়া থানা থেকে কক্সবাজার আদালতে নেওয়ায় পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে।
ওই আসামির নাম মজিয়া (২৮)।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ সড়কের রামু সেনানিবাস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার বিকালে পুলিশ ভ্যানে করে ১২ জন আসামিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়। পথ রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চায়। এ সময় তালা খুলে পুলিশের এক কর্মকর্তা পলিথিন দিতে গেলে সেই সুযোগে ওই আসামি ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামির নাম মজিয়া। বয়স ২৮ বছর। সে রোহিঙ্গা নাগরিক। তাকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।’
এছাড়া প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।
ডিজে