s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

করদাতাদের হয়রানি লাঘবে ভ্যাট মেলা ও ভ্যাট বুথ স্থাপন করা হচ্ছে চট্টগ্রামে

0

ভ্যাট মেলা, ভ্যাট বুথ স্থাপন এবং এলইডি ব্যবস্থাকে জোরদারের মাধ্যমে করদাতাদের হয়রানি লাঘবের পাশাপাশি সরকারি রাজস্ব আদায় বেগবান হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।

ভ্যাট মেলা উপলক্ষে মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আগ্রাবাদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘ব্যবসায়ীদের চাহিদার কারণে ভ্যাট মেলার আয়োজন করা হচ্ছে। ভ্যাট বুথের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে পৌছানো হচ্ছে। আগামী ১০ থেকে ১১ মার্চ ভ্যাট মেলা ও ১২ থেকে ১৪ মার্চ বিভিন্ন মার্কেটে ভ্যাট বুথ স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

মােহাম্মদ আকবর হােসেন বলেন, ‘আগের দুবার মেলা আয়ােজন করে আমরা করদাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। মূলত ব্যবসায়ীদের যাতে নিবন্ধন গ্রহণ বা রির্টান দাখিল করতে কোনাে হয়রানির স্বীকার হতে না হয় এবং একই সাথে লেজিটিমেট ট্রেড ফেসিলিটেশন করাই হচ্ছে এ মেলা আয়োজনের মুখ্য উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘ভ্যাট প্রদানে স্বচ্ছতা আনতে ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড হতে প্রাপ্ত ৫২০টি ইআইডি মেশিন চট্টগ্রাম অঞ্চলে স্থাপিত হয়েছে। প্রতিটি মেশিন জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় সার্ভারের অনলাইনে সংযুক্ত রয়েছে। এর ফলে ক্রেতাদের ভ্যাট সরকারী কোষাগারে জমা প্রদান নিশ্চিত হয়ে ইএফডি’র মাধ্যমে ভ্যাট প্রদান অধিকতর স্বচ্ছ হবে এবং যথাযথভাবে সরকারী কোষাগারে জমা প্রদান নিশ্চিত হবে।’

Din Mohammed Convention Hall

মােহাম্মদ আকবর হােসেন বলেন, ‘ভ্যাট দাতাদের উৎসাহিত করতে প্রতি মাসের ৫ তারিখে জাতীয় রাজস্ব বাের্ডে একটি বিশেষ লটারির আয়ােজন করছে। এ লটারিতে ১০১টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। মেলার পাশাপাশি ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি নগরীর বড় বড় শপিং মল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটে ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি সেবা প্রদান করা হবে।’

উল্লেখ্য, ১১ থেকে ১২ জানুয়ারি প্রথম বারের মতাে চট্টগ্রামে ভ্যাট মেলার আয়ােজন করা হয় । উক্ত ভ্যাট মেলায় ২ হাজাফ ৩৭৪টি রিটার্ন জমা পড়ে। নতুন নিয়েছে ২৮৪টি প্রতিষ্ঠান। রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা। পরবর্তীতে ১০ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় বারের মতাে আয়ােজিত ভ্যাট মেলায় রিটার্ন জমা পড়ে ৩ হাজার ২৪৩টি, নতুন নিবন্ধনের আবেদন পড়ে ৩৪২টি এবং রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩২ কোটি টাকা। ভ্যাট মেলা ও ভ্যাট বুথ স্থাপনের ফলে অনলাইন রিটার্ন দাখিলের হার পূর্বের ৪০ শতাংশ থেকে বর্তমানে ৬৫ শতাংশে উন্নীত হয়েছে।’

ভ্যাট মেলা, ভ্যাট বুথ স্থাপন এবং এলইডি ব্যবস্থাকে জোরদারের মাধ্যমে করদাতাদের হয়রানি লাঘবের পাশাপাশি সরকারি রাজস্ব আদায় বেগবান হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন যুগ্ন কমিশনার মো. মুশফিকুর রহমান, মোহাম্মদ সেলিম শেখ, উপ কমিশনার কামনাশীষ, সুসান্ত পাল, মো. সাইদ আহমেদ রুবেল, শাহীনুর কবীর পাভেল প্রমুখ।

এএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm