s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

৬ ঘণ্টা আগেও ফেরত দেয়া যাবে আন্তঃনগর ট্রেনের টিকেট

0

আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট প্রয়োজন না হলে ৬ ঘণ্টা আগেও ফেরত দিতে পারবেন যাত্রীরা। তবে সেক্ষেত্রে টিকেটের দামের একটা অংশ কেটে রাখা হবে। মঙ্গলবার (৯ মার্চ) এ সিদ্ধান্ত জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

একইসাথে অগ্রিম টিকেট ক্রয় ও ফেরত দেওয়ার সময়ও পুনঃনির্ধারন করা হয়েছে।

৯ মার্চ বাংলাদেশ রেলওয়ের টেলি কমিউনিকেশন উপপরিচালক নাহিদ হাসান খান স্বাক্ষরিত পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানা যায়, আন্তঃনগর ট্রেনে অগ্রিম টিকেট প্রাপ্তি ৫ দিন করা হয়েছে। আগে এটি ১০দিন ছিল। এ সিদ্ধান্তের ফলে সর্বোচ্চ ৫দিন আগে টিকেট কিনে রাখতে পারবেন যাত্রীরা।

ট্রেনের টিকেট ফেরত দেওয়ার বিষয়ে বলা হয়, ট্রেন ছাড়ার ১২০ ঘণ্টা পূর্বে অগ্রিম টিকেট কাউন্টারে ফেরত দেয়া যাবে।সেক্ষেত্রে নির্ধারিত মূল্যের একটা অংশ কর্তন করা হবে।

Din Mohammed Convention Hall

নতুন করে কর্তনের জন্য নির্ধারিত এ মূল্য হচ্ছে, এসি প্রথম শ্রেণী ৪০ টাকা, প্রথম শ্রেণী ৩০ টাকা ও অনান্য শ্রেণী ২৫ টাকা।

তবে ৪৮ ঘণ্টার কম ও ২৪ ঘণ্টার বেশি হল ২৫% বাদ রেখে বাকি ভাড়া ফেরত পাবেন যাত্রীরা। ২৪ ঘণ্টার কম ১২ ঘণ্টার বেশি হলে ৫০%, ১২ঘণ্টার কম ৬ ঘণ্টার
বেশি হলে ৭৫% মূল্য কেটে রাখা হবে। তবে ৬ ঘণ্টার কম সময়ে কোন টিকেট ফেরত নেওয়া হবে না।

এ নির্দেশনা আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

জেএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm