s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

মারা গেলেন সাংবাদিক মিজানের বাবা

0

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজানুল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শনিবার (৩ এপ্রিল) সকালে মরহুমের নিজ বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার গাটিয়াডেঙ্গা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

সাংবাদিক মিজানের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দ। সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম নুরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানান।

সাতকানিয়া লোহাগাড়া সাংবাদিক ফোরাম চট্টগ্রামের সভাপতি হোসাইন তৌফিক ইফতিখার সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুল ইসলামের বাবা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm