s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

চট্টগ্রামে হাসপাতালে শয্যা সংকটের মধ্যেই আরও ৪৬৭ করোনা রোগী

0

চট্টগ্রামে করোনা রোগীর জন্য হাসপাতালে তীব্র শয্যা সংকটের মধ্যেই আরও ৪৬৭ জনের শরীরে করোনা পাওয়া গেল। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করে এসব রোগীর হদিস পাওয়া যায়। এদের মধ্যে নগরের বাসিন্দা ৩৮৫ জন, বাকি ৮২ জন বিভিন্ন উপজেলার।

শনিবার (৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী,

নতুন শনাক্তসহ চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৪১ হাজার ২৬৮ জনের মধ্যে ৩২ হাজার ৮৮৩ জন নগরের ও ৮ হাজার ৩৮৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। অন্যদিকে, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৯ জন; এর মধ্যে ২৮৫ জন নগরের ও ১০৪ জন উপজেলার বাসিন্দা। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২০০ জন।

এদিকে চট্টগ্রামের হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চরম আইসিইউ বেডের সংকট। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ বেডেই রোগী ভর্তি আছে। ১৪০টি জেনারেল বেডের মধ্যে ৮০টিতে রোগী চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি আইসিইউ বেডের মধ্যে ৮টিতে রোগী ভর্তি আছে। করোনা ওয়ার্ডে জেনারেল বেডে প্রায় ২০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া যায়। সেখানেও রোগী বাড়ছে। বিআইটিআইডি হাসপাতালে ৩২টি বেডের সবগুলোই রোগীতে পরিপূর্ণ বলে জানা গেছে।

Din Mohammed Convention Hall

বেসরকারি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ৯২টি কোভিড বেডের মধ্যে ১৬টি আইসিইউ এবং এইচডিইউ। সেখানে আরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। পার্ক ভিউ হাসপাতালে আইসিইউ শয্যা ১০টি এবং ৫৬টি জেনারেল বেডের অতিরিক্ত রোগী ভর্তি করতে হয়েছে।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm