কর্ণফুলীতে জেলের জালে উঠে এলো মর্টারশেল

মাছ ধরতে জাল ফেলেছিলেন এক জেলে। কিন্তু তার জালে মাছের বদলে উঠে এলো মর্টারশেল। প্রথমে বুঝতে পারেননি জেলে, লোহার দণ্ড ভেবে নিয়ে যাচ্ছিলে ভাঙারির দোকানে বিক্রির করতে। পথে স্থানীয় বাসিন্দারা মর্টারশেল চিনতে পারলে তাকে থামিয়ে খবর দেয় পুলিশে। পরে পুলিশ এসে সেটি ঘিরে রাখে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে এমন ঘটনা ঘটে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহার ব্লকপাড় এলাকায়।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা মাহবুব আলম মাছ ধরার জন্য জাল ফেলেন শিকলবাহা খালে। কিন্তু মাছের বদলে তার জালে উঠে আসে মর্টারশেলটি।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি পাকিস্তান আমলের মর্টারশেল হতে পারে। পুলিশ জনসাধারণকে নিরাপদ দূরত্বে রেখে বস্তুটি নিরাপত্তা বলয়ে রেখেছে।

মর্টারশেলটির ওজন প্রায় ১৫ কেজি হবে এবং দৈর্ঘ্য ১২০ মিলিমিটার বলে জানা গেছে।

পুলিশ জানায়, মর্টারশেলটি দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেছেন। তাই পুলিশ এটিকে ঘিরে রেখেছে। তারা নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দিয়েছে। সেনাবাহিনীর একটি টহল দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, এটি দেখে মনে হচ্ছে মর্টারশেল, কিন্তু এটি তাজা না অকেজো সেটা বলা মুশকিল। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পুরো বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জেলে মাহাবুব আলম জানান, প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে জাল মারতে গিয়ে এটি আটকা পড়ে। প্রথমে আমি স্ক্র্যাপ হিসেবে এটি বিক্রি করতে চেয়েছিলাম। তবে স্থানীয়রা জানিয়ে দেয় যে এটি মর্টারশেল, এরপর পুলিশ এসে সেটি উদ্ধার করে।

কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমের এক ইন্সপেক্টর বলেন, এটি মুক্তিযুদ্ধকালীন কিংবা ব্রিটিশ আমলের মর্টারশেলও হতে পারে, তবে বিস্তারিত তথ্য আসার পরই এটি নিশ্চিত হবে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm