চট্টগ্রামের পটিয়ায় বিনামূল্যে হেলথ ক্যাম্পে চার শতাধিক গরিব, অসহায়, দুস্থ মানুষেরা চিকিৎসা সেবা পেয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা হযরত শাহ জাফর আউলিয়ার বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে হক জান্নাত পরিবারের উদ্যোগে এ হেলথ ক্যাম্পে আয়োজন করা হয়।
পিঙ্গলা শাহ জাফর আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ওই এলাকার চার শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের চিকিৎসাসেবা নেন। তাদের সেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী মোহাম্মদ আবরার হাসান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজী শামিম আল মামুন, চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার, নাক-কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মাহমুদ সোহেল, ডায়াবেটোলজিস্ট ডা. শাহেদ আহমেদ, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কিবরিয়া জিলানী, মেডিসিন চিকিৎসক ডা. রাইসুল ইসলাম জেসন ও
ডা. এস এম গোলাম মহিউদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন মীর জাকের আহমদ, মীর নাজের আহমদ, মীর মোশাররফ হোসেন, বটন কান্তি নন্দী, সুমন বিশ্বাস, মুজিবুল করিম হেলাল।
চিকিৎসা সেবা দিতে আসা ডায়াবেটোলজিস্ট ডা. শাহেদ আহমেদ বলেন, এ এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে এসে আমি বিভিন্ন ধরনের রোগী পেয়েছি। যারা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন, অবহেলিত ছিল, কোনোদিন চিকিৎসাসেবা পাননি। তাদের শরীরে নানা রোগের উপসর্গ রয়েছে। আজ এ সেবার মাধ্যমে তারা তাদের চিকিৎসা ও রোগ সম্পর্কে অবগত হয়ে পরবর্তীতে আরও সচেতন হবে।
হেলথ ক্যাম্পের উদ্যোক্তা মীর মোশাররফ হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও এলাকার মানুষের মাঝে চিকিৎসাসেবা দিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে এ সেবার পরিধি বাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকার মানুষেরা যেন এ চিকিৎসা সেবা পান, সে উদ্যোগ নেওয়া হবে।
ডিজে