কর্ণফুলীর ডকইয়ার্ডে স্প্রিং স্টিল ওয়্যার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ডকইয়ার্ডে কাজ করার সময় মোহাম্মদ খোকন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের পরিবার ও বিএফডিসি সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে ডকইয়ার্ডে একটি জাহাজ তোলার সময় দুর্ঘটনাবশত স্প্রিং স্টিল ওয়্যার ছিঁড়ে গিয়ে তার শরীরে ও মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ও সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোহাম্মদ খোকন ভোলা জেলার মনপুরা থানার চরফৈজুদ্দিন (পশ্চিম বেড়ী) এলাকার মো. হানি ফরাজীর ছেলে। তিনি বর্তমানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে বসবাস করতেন।

নিহতের স্ত্রী বিবি জান্নাত বিনা ময়নাতদন্তে স্বামীর লাশ দাফনের অনুমতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নৌ থানার ওসির কাছে আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে দৈনিক মজুরিতে বিএফডিসি ডকইয়ার্ডে কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি সেফটি হেলমেট ব্যবহার করছিলেন না এবং অসাবধানতাবশত ওয়্যার ছিঁড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে।

আদালত তদন্তের পর ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতা না থাকলে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেন।

তবে শ্রমিকদের অভিযোগ, বিএফডিসি কর্তৃপক্ষ ডকইয়ার্ডে শ্রমিকদের কাজ করানোর সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। নিহতের স্ত্রীর ভাষ্য অনুযায়ী, তার স্বামী সেফটি হেলমেট খুলে রেখেছিলেন, কিন্তু সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা কর্মকর্তারা কেন তাকে হেলমেট পরতে বাধ্য করেননি।

এ বিষয়ে জানতে বিএফডিসির মেরিন ওয়ার্কশপ ও মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm