চট্টগ্রামে জ্যাকেট তৈরির কারখানায় আগুন

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে অবস্থিত এবালন গার্মেন্টস নামে জ্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটে আগুন লেগেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার চারতলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পটিয়া উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। এবালন গার্মেন্টসে মূলত জ্যাকেট তৈরি করা হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনের চতুর্থ তলায়, যেখানে শ্রমিকরা সাধারণত কাজ করেন না। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত শ্রমিকরা আগুন লাগার খবর পেয়েই দ্রুত নিচে নেমে আসেন।

কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম জানান, চতুর্থ তলায় অবস্থিত ইবাদতখানায় আসরের নামাজ পড়তে যাওয়া কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। এরপর সাইরেন বাজানো হলে শ্রমিকরা দ্রুত নিরাপদে নিচে নেমে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm