চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকার হোটেল এবিপির রান্নাঘর অপরিচ্ছন্ন ও নোংরা থাকায় এবং কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকায় এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুন) বিকালে এই অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
মারুফা বেগম নেলী বলেন, ‘নিউমার্কেট মোড়ের হোটেল এবিপির রান্নাঘর অপরিচ্ছন্ন ও নোংরা ছিল। এছাড়া তাদের কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ রকম অভিযান চলমান থাকবে।’
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ উপস্থিত ছিলেন।
বিএস/ডিজে