কুতুবদিয়ায় লবণের গর্তে পড়ে মারা গেল ৫ বছরের শিশু

0

কক্সবাজারের কুতুবদিয়ায় লবণের গর্তে পড়ে ফাহিম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকালে উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ফাহিম ওই এলাকার নূর আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ফাহিম তার চাচাতো বোনের সঙ্গে বাড়ির অদূরে বীজতলা পাহারা দিতে যায়। বিকালে বাড়ি ফেরার পথে চাচাতো বোনের অগোচরে লবণের গর্তে পড়ে যায় সে।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফাহিমকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া হাসপাতালের ডা. নেছারুল করিম বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm