ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কোতোয়ালীতে

0

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুরাতন ফিশারীঘাট এলাকায় ট্রাকচাপায় তৃপ্তি কুসুম সূত্রধর নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুন) বেলা ১২টার দিকে পুরাতন ফিশারীঘাট মেরিনার্স রোডের জোড়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃপ্তি কুসুম সূত্রধরের (৩৪) বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার বড় শালঘর ইউনিয়নের চাইল সূত্রধর পাড়ায়। তিনি মৃত ভজন চন্দ্র সূত্রধরের ছেলে। তবে পরিবার নিয়ে থাকতেন কোতোয়ালী থানার নন্দনকানন ২ নম্বর গলিতে।

জানা যায়, তৃপ্তি কুসুম সূত্রধর মোটরসাইকেল চালিয়ে দোকান থেকে বাসায় ফিরছিলেন। এ সময় ফিশারীঘাট এলাকায় আসলে ট্রাকচাপায় পিষ্ট হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, ‘পুরাতন ফিশারীঘাট মেরিনার্স রোডের জোড়া ব্রিজ এলাকায় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তৃপ্তি কুসুম সূত্রধর মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Yakub Group

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই ট্রাকচালক মো. আলমগীরকে (৫০) আটক করা হয়েছে। এছাড়া ট্রাকটিও জব্দ করা হয়েছে। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এমএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm