সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় পদদলিত হয়ে ৩ পুণ্যার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুদর্শী মেলার দ্বিতীয় দিনে চন্দ্রনাথধামে ওঠার সময় পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।

নিহতদের মধ্যে বান্টু লাল দাশ (৫৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তরবুনিয়া ইউনিয়নের ফাসিয়াখালী এলাকার মৃত মাগন দাসের ছেলে। অপর দুই মহিলার পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজন ৪৫ বছর বয়সী এবং অপরজন ১৮ বছরের বলে জানা গেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ও দুপুর ১টায় পৃথক সময়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ১১ মিনিট ২৫ সেকেন্ডে শুরু হয়ে তিথি থাকবে বৃহস্পতিবার সকাল ৮টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। এ সময়ে কয়েক ১০ থেকে ১২ লাখ পুণ্যার্থীর সমাগমন ঘটে চন্দ্রনাথ ধামে।

এ তিথি ঘিরে মঙ্গলবার সন্ধ্যা থেকে পূণ্যার্থীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। ফলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়।

এর মধ্যে সকাল ১০টার দিকে এক তরুণী পদদলিত হয়ে মারা যায়। তার মৃতদেহ আত্মীয়-স্বজনরা নিয়ে যায়। অপরদিকে দুপুর ১টার দিকে বান্টু লাল দাস ও অজ্ঞত এক মহিলা পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লশ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করেন ।

নিহত বান্টু দাসের স্ত্রী লক্ষ্মী বলেন, প্রচণ্ড ভিড়ের কারণে আমার স্বামী পদদলিত হয়ে মারা গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, বিকাল ৫টা পর্যন্ত প্রচণ্ড ভিড়ের কারণে মোট তিনজন পুণ্যার্থীর মারা যায়। তাদের মধ্যে একজন পুরুষ ও দু’জন মহিলা। একজনের পরিচয় শানাক্ত করা গেলেও দুই মহিলার পরিচয় পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘প্রচণ্ড ভিড়ের কারণে পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm