কেইপিজেডে পাখি ধরতে গিয়ে পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামের আনোয়ারার কেইপিজেড শিল্পাঞ্চল এলাকায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রহিমের ছেলে রোহান (১২) ও এমরানের ছেলে মিজবাহ (১২)। আহত হয়েছে একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেইপিজেড শিল্পাঞ্চলের একটি টিলায় পাখি ধরতে গিয়েছিল চার শিশু। এ সময় হঠাৎ পাহাড়ধসে পড়লে তারা চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত ঘোষণা করেন। সিয়াম ও সিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় মো. রাজু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়।’

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।’

এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পাহাড় কাটা হয়নি বলে আমরা জেনেছি। তাই এই দুর্ঘটনার জন্য কেইপিজেডকে দায়ী না করার অনুরোধ জানাচ্ছি।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm