বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়েছে চট্টগ্রাম।
শুক্রবার (২ মে) জুমার নামাজের পর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ব্যানারে নগরীতে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।
প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা আশরাফী বলেন, ‘একজন ইমামকে শুধুমাত্র সুন্নি মতাদর্শের কারণে মিথ্যা অপবাদে হত্যা করা হবে, আর আমরা চুপ করে থাকব—তা ভাবলে ভুল করবেন।’
তিনি সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ‘এই সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
একইসঙ্গে শনিবার (৩ মে) লালদীঘি চত্বরে প্রতিবাদ সমাবেশ এবং রোববার (৪ মে) ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
গত ২৬ এপ্রিল ঢাকায় ফিলিস্তিনের পক্ষে আয়োজিত ‘Mass Gathering for Palestine’ সমাবেশে অংশ নিয়ে ফেরার পথে রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুরে মাওলানা রইস উদ্দিন কাদেরীকে ‘বলাৎকারের’ অভিযোগে প্রকাশ্যে নির্যাতন করা হয়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেজে/ডিজে