চট্টগ্রাম নগরীতে চার হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
আটক রোহিঙ্গা যুবকের নাম মো. ইব্রাহিম (২৫)। তিনি কক্সবাজারের উখিয়া বালুখালী মরাগাছ তলা শরণার্থী ক্যাম্পের মো. হোসেনের ছেলে।
বুধবার (২৬ জুলাই) সকালে কোতোয়ালী থানার জেল রোডের শাহ আমানত মাজার গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহ আমানত মাজার গেটের সামনে থেকে ইব্রাহীমকে আমরা আটক করি। পরে তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায় তার কাছ থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উখিয়া থেকে পাইকারি মূল্যে কিনে এসব ইয়াবা খুচরায় চট্টগ্রামে বিক্রি করেন বলে জানান ইব্রাহিম।’
বিকালে তাকে আদালতে পাঠানো দেওয়া হয়েছে বলে জানান ওসি।
আইএমই/ডিজে