৩৫৪ কোটি ৩২ লাখ টাকার বাজেট দিলো চট্টগ্রাম জেলা পরিষদ

২০২৩-২৪ অর্থ-বছরের জন্য ৩৫৪ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৮৮৯ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা।

বুধবার (২৬ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা ও অর্থনৈতিক সংকটের মধ্যেও এই বাজেট গ্রহণ করতে সক্ষম হয়েছি। গত বছরের নভেম্বরে জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকে দিন-রাত পরিশ্রম করছি। অত্যন্ত সীমিত জনবল নিয়ে কাজ করলেও জেলা পরিষদের আয় বাড়ানোর নানামুখি পদক্ষেপ নিয়েছি। অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চটগ্রাম জেলা পরিষদের নির্মাণাধীন ১৮ তলা ভবনে চট্টগ্রাম ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য একটি তলায় ‘চট্টগ্রামের ঐতিহ্য কর্নার’ স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই বিষয়ে কাজ করার জন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনকে আহ্বায়ক করে বরেণ্য, গুণীদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটির সভা হয়েছে এবং বিভিন্ন উপকমিটির মাধ্যমে কাজ শুরু করেছে।’

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!