সাবেক ভূমিমন্ত্রীর ব্যবসায়িক পার্টনার ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার
লুকিয়ে ছিলেন বিএনপি নেতা চাচার ছত্রছায়ায়
বিদেশে পালানোর সময় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক পার্টনার এবং চট্টগ্রামের তরুণ শিল্পপতি সাইফুল ইসলাম সুমন। তার নামে ছাত্র আন্দোলনে সহিংসতাসহ তিনটি মামলা আছে। এছাড়া ১৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগেও তার নামে মামলা দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তে রয়েছে।
রোববার (৫ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি।
সাইফুলের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তিনি দক্ষিণ জেলার বিএনপির সাবেক সহ সভাপতি ইদ্রিস মিয়ার ভাইপো। ইদ্রিস মিয়া, এবার দক্ষিণ জেলা বিএনপি সভাপতি পদ পেতে জোর তদবির চালাচ্ছেন বলে জানা গেছে।
আরও জানা গেছে, সুমনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুদক মামলা তদন্ত করছে।
এছাড়া চট্টগ্রামে ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতা, পুলিশের ওপর হামলা এবং হাটহাজারীতে হত্যা মামলাসহ তিনটি মামলার আসামি তিনি।
সাইফুল ইসলাম সুমনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান।
ওসি জানান, ইমিগ্রেশন পুলিশ সুমনকে আটকের পর চট্টগ্রামে এনে তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।