চট্টগ্রাম নগরের সাবেক ওসি নেজাম উদ্দিনকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের শহীদুল ইসলাম নামের এক নেতাকে বহিষ্কার করেছে দলটি। শহীদুল ইসলাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে নগরীর কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনকে পাঁচলাইশ এলাকায় তার শিশুসন্তানের স্কুলের সামনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী হেনস্তা করেন।
পাঁচলাইশ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ একদল দুর্বৃত্ত তার কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পাঁচলাইশ থানা-পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
ওইদিন রাতে নেজাম উদ্দিনকে নগরীর দামপাড়া পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
সিপি