চট্টগ্রামে নতুন অতিরিক্ত ডিআইজি, সিএমপিতে বড় রদবদল

সিএমপি ছাড়তে হচ্ছে মোস্তাইনসহ তিনজনকে

চট্টগ্রামের নতুন অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি হলেন ওয়াহিদুল হক চৌধুরী। পুলিশের এই দক্ষ কর্মকর্তা চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) আসছেন— এমন গুঞ্জন শোনা গিয়েছিল এর আগে। এদিকে সিএমপিতে দীর্ঘদিন ধরে থাকা তিন শীর্ষ কর্মকর্তাকে পুলিশের দুটি বিশেষায়িত শাখায় বদলি করা হয়েছে। অন্যদিকে নতুন দুজনকে সিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের নতুন অতিরিক্ত ডিআইজি হিসেবে ওয়াহিদুল হক চৌধুরীর নাম জানানো হয়। বান্দরবানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে দায়িত্বরত ওয়াহিদুল হক এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন।

সিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং গোয়েন্দা শাখার (বন্দর ও পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। দুজনই আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। এছাড়া সিএমপির ট্রান্সপোর্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবিরকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স) নেছার উদ্দিন আহমেদকে সিএমপিতে উপ-পুলিশ কমিশনার এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লা কে সিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

টানা আট বছর চার মাস ধরে শুধু উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবেই সিএমপিতে ছিলেন এসএম মোস্তাইন হোসেন। গত বছর তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। ২০১৬ সালের ১৭ জুলাই উপ-পুলিশ কমিশনার হিসেবে সিএমপিতে যোগ দেন মোস্তাইন হোসেন। ওই বছরের ১৮ জুলাই থেকে ২০১৮ সালের ২৫ অক্টোবর পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং ২০১৮ সালের ২৫ অক্টোবর থেকে ২০২০ সালের ৬ অক্টোবর পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর)। পরে ২০২০ সালের ৬ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৩ জুলাই পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) হিসেবে কর্মরত ছিলেন। বদলির আগ পর্যন্ত ২০২৪ সালের ২৩ জুলাই থেকে তিনি উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত ছিলেন।

একই অবস্থা উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ আলী হোসেনেরও। ওই এক পদে তিনি ছিলেন ৪ বছর ৫ মাস ধরে। ২০২০ সালের ২৯ জুন থেকে ২০২১ সালের ৩ এপ্রিল পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) এবং ২০২১ সালের ৪ এপ্রিল পর্যন্ত একই বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) পদে কর্মরত ছিলেন তিনি। এরপর ২০২১ সালের ৭ ডিসেম্বর থেকে উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তার হাতে ছিল ডিবি-বন্দরও।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সালাম কবির ২০২১ সালের ৪ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কর্মরত ছিলেন। এরপর ২০২২ সালের ১ জানুয়ারি থেকে উপ-পুলিশ কমিশনার (পিওএম) পদে কর্মরত রয়েছেন। চলতি বছরের ৯ সেপ্টেম্বর থেকে তিনি উপ-পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই পদে একই ইউনিটে তার তিন বছর আট মাস পূর্ণ হয় বদলি হওয়ার আগ পর্যন্ত।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm