খাগড়াছড়িতে নালা থেকে কাপড় প্যাঁচানো জীবিত নবজাতক উদ্ধার

খাগড়াছড়িতে নালা থেকে কাপড় প্যাঁচানো জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে ওই নবজাতককে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পেছনের নালা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নালায় পড়ে থাকা শুকনা কচুরিপানার ওপরে ছেঁড়া কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল নবজাতকটিকে। এক নারী রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকটিকে দেখতে পান। পরে লোকজনদের খবর দিলে তারা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নবজাতকটিকে যে জায়গায় পাওয়া গেছে, সেখান থেকে ১০০ গজ দূরে দুটি বেসরকারি হাসপাতাল রয়েছে। স্থানীয়দের ধারণা, এই দুই হাসপাতাল থেকে কেউ নবজাতকটিকে নালায় ফেলে গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা জানান, নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি ইতোমধ্যে উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে। তারাই নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা জানান, নবজাতকটির বয়স দুই-তিন দিন হবে। তবে এখনও সে সুস্থ রয়েছে।

ডিজে

ksrm