রাউজানে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত

চট্টগ্রামের রাউজানে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার রাউজান-ফটিকছড়ি সড়কের গহিরা ইউনিয়নের আতুরনির ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ নাজিম উদ্দিন (৪৪)। তিনি পেশায় সবজি বিক্রেতা। তিনি নাজিমের বাড়ি উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদারপাড়ার বাসিন্দা।

আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিল। যাত্রী নিয়ে উপজেলার গহিরার চৌমুহনীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আর কাভার্ড ভ্যানটিও সড়কের পাশে একটি ধানখেতে পড়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

ডিজে

ksrm