খাগড়াছড়িতে প্রথমবারের মতো বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকালে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্ট আয়োজন করেছে খাগড়াছড়ি ফুটবল ডেভলপমেন্ট ফোরাম।
টুর্নামেন্টে জেলার ২০টি ফুটবল টিম অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় সম্প্রীতি একাদশ ও মানিকছড়ি এফসি রেঞ্জার্স প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।
প্রধান অতিথি বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী তৈরি হবে না। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখা দায়। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।
এ সময় জেলার খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজে