বাঁশখালীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার দুই নেতা হলেন—বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর (৫৫) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন (৩৫)।

রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল গফুরের বাড়ি কালীপুর ইউনিয়নের পালেগ্রামে হলেও তিনি রোববার রাতে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী গ্রামে কৃষি অফিসের সামনে এক ব্যক্তির গ্যাস সিলেন্ডারের দোকানের পেছনে ঘুমোচ্ছিলেন। দোকানের সামনে তালাবদ্ধ ছিল। পুলিশ গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি রাজনীতির পাশাপাশি বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তার বিরুদ্ধে সম্প্রতি করা তিনটি মামলা রয়েছে।

অপরদিকে হামিদ হোসাইনকে তার নিজ বাড়ি বাঁশখালীর সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রাম থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি রাজনীতির পাশাপাশি বাঁশখালী পৌর সদরে চাউলের ব্যবসা করতেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আব্দুল গফুর ও হামিদ হোসাইনকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আইন অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm