লোহাগাড়া প্রেস ক্লাবের নতুন সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক মিনহাজ

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাই টিভির লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক শাহজাদা মিনহাজ।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৭ পদের মধ্যে ৬ পদে নির্বাচন অনুষ্ঠিত হয় গোপন ব্যালটের মাধ্যমে। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দৈনিক সময়ের আলো প্রতিনিধি আরিফুল ইসলাম রিফাত।

নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২৪ জন। ভোট গৃহীত হয় ২১টি। এরমধ্যে ১টি ব্যালেট পেপার বাতিল হয়।

নির্বাচনে সভাপতি পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন উপজেলার দৈনিক পূর্বদেশের প্রতিনিধি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন মাই টিভির লোহাগাড়া প্রতিনিধি শাহজাদা মিনহাজ ও সাংগঠনিক সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন গ্লোবাল টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম, অর্থ সম্পাদক পদে ১৯ ভোটে নির্বাচিত হন মোজাহিদ হোছাইন সাগর, দপ্তর সম্পাদক পদে মোক্তার হোসেন ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের। সহায়তায় ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক ও সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোবারক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী জয়দেব।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm