s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

গভীর রাতে আগুনে পুড়ে অঙ্গার ৩ রোহিঙ্গা

0

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে ভয়াবহ আগুন লেগে ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে কুতুপালং বাজারে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

নিহতরা হলো- দোকানে কর্মরত বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজুল ইসলাম, আনসার উল্লাহ ও আয়াজ উল্লাহ। তাদের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, কুতুপালং বাজারে রাত দেড়টার দিকে হঠাৎ বকতিয়ার মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের ঘটনা ঘটলে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করার কিছুক্ষণের মধ্যেই উখিয়া ফায়ার সার্ভিস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইমারজেন্সি রেনপন্স টিমের স্বেচ্ছাসেবকরাও তাদের সাথে যোগ দেয়। ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে প্রায় ৫টি কাপড়ের দোকান আগুনে পুড়ে যায় এবং দোকানে কর্মরত ৩ জন রোহিঙ্গার মৃত্যু হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদুল হক বলেন, কুতুপালং বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বলা যাচ্ছে না।

Din Mohammed Convention Hall

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm