s alam cement
আক্রান্ত
৬৬৭৮৪
সুস্থ
৫১১০৭
মৃত্যু
৭৯০

গলায় ওড়না বেধে চট্টগ্রামে কলেজছাত্রীর আত্মহনন

0

চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের এক ছাত্রী নানার বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ১৮ বছর বয়সী ওই ছাত্রী কেন আত্মহত্যা করলেন— সে ব্যাপারে খোঁজ নিচ্ছে পুলিশ।

সোমবার (১২ জুলাই) সকাল ৮টায় পটিয়ার জঙ্গলখাইন এলাকায় রেশমী আক্তার (১৮) নামে ওই কলেজ ছাত্রী আত্মহত্যা করেন। তিনি উপজেলার কোলাগাঁও গ্রামের মৃত আব্দুল কাদেরের কন্যা। জঙ্গলখাইন গ্রামে নানার বাড়িতে তিনি ঘরের বিমে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রেশমী আক্তার পটিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তিনি তার নানা বাড়ি জঙ্গলখাইন ইউনিয়নের নুর হোসেন ফকির বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিলেন। জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে ওই বাড়ির বিমের সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

পরে নানার বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় তার নানী ঘরে ছিল না বলে জানা গেছে। তবে কী কারণে রেশমী আক্তার আত্মহত্যা করেছেন, তার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পটিয়া থানার এসআই নাজমুল কবির জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে।

Din Mohammed Convention Hall

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm