গার্মেন্টসকর্মীর গলায় ফাঁস হালিশহরে

0

চট্টগ্রাম নগরীর হালিশহরের ছোটপুল এলাকায় গলায় ফাঁস দিয়ে রূপালি আকতার নামে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছে। 

ছোটপুল আবছার কলোনিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকত রূপালি (১৮)। তার বাবার নাম মো. কামাল উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

রূপালিকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃতদের ঘোষণা করেন।

রূপালির খালাতো ভাই রাজু বলেন, ‘রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়ে গলায় ফাঁস দেয় রূপালি। কী কারণে সে এমন করলো তা আমরা জানি না। রূপালিকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

Yakub Group

রূপালির লাশ মর্গে রাখা আছে বলে জানান পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm