চট্টগ্রাম নগর জামায়াতের শীর্ষ নেতা গ্রেপ্তার পাঁচলাইশে

0

সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও চট্টগ্রাম নগর জামায়াতের শীর্ষ নেতা শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আাসামি শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গতকাল রাতে শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট ছিল। তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে। সবগুলো রাজনৈতিক সংশ্লিষ্ট। বর্তমানে এসব মামলা বিচারাধীন রয়েছে। তাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এমএ/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm