s alam cement
আক্রান্ত
৯৬৫০৩
সুস্থ
৬৩৪৮০
মৃত্যু
১১৬৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায়, স্বামী আটক

0

চট্টগ্রামের লোহাগাড়ায় ফাতেমা বেগম নামের ২২ বছল বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয় নিহতের স্বামী মো. শরীফকে (৩০)।

২১ আগস্ট (শনিবার) সকালে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সুখছড়িরকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে চুনতি ইউনিয়ন সাতগড় গ্রামের মো. ইসমাঈলের কন্যা ফাতেমা বেগম ও উপজেলা সদর সুখছড়িরকুল এলাকার মোস্তাক আহম্মদের পুত্র মো. শরীফ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর ওমানে পাড়ি জমান নিহতের স্বামী শরীফ হোসেন। ছুটিতে দেশের বাড়িতে আসে শরীফ কিন্তু লকডাউনের কারণে ওমান ফিরতে পারেননি।

শুক্রবার (২০ আগস্ট) রাতে প্রতিদিনের স্বামী-স্ত্রী স্বাভাবিকভাবে ঘুমালেও পরদিন সকালে শরীফ ঘুম থেকে উঠার জন্য স্ত্রীকে ডাকতে থাকেন। সে না জাগলে আশেপাশের লোকজন কে ডেকে নিয়ে আসে। এসময় উপস্থিত লোকজন গৃহবধূ মারা গেছেন বলে জানায়।

পুলিশের হাতে আটক স্বামী শরীফ জানান, ‘আমার সাথে স্ত্রীর কোন ঝগড়াঝাঁটি হয়নি। গতকাল রাতে আমাকে শারীরিক অসুস্থতার কথাও বলে। আমি সকালে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে তাকে ডাকতে গেলে সে ঘুম থেকে উঠলো না। তখন বাড়ির লোকজনকে খবর দিলে এসে তার মৃত হয়েছে বলে জানান।’

তবে নিহত ফাতেমার পরিবারের লোকজনের ও মা আরেফা বেগম বলেন, ‘আমার মেয়ের কোন দোষ ছিল না। আমার মেয়েকে স্বামী মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচাই চাই ‘

Din Mohammed Convention Hall

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, ‘গৃহবধূ নিহতের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করি। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শরীফকে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা নাকি আত্নহত্যা পোস্ট মডেম রিপোর্ট পেলে সব জানা যাবে বলেও তিনি জানান।’

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm