s alam cement
আক্রান্ত
৯৬৫০৩
সুস্থ
৬৩৪৮০
মৃত্যু
১১৬৬

পতেঙ্গা সি-বিচ মার্কেটে আগুন, তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই

0

চট্টগ্রামের পতেঙ্গা থানার সী-বিচ বার্মিজ মার্কেটের কট্রোল রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় মার্কেট সমিতির কন্ট্রোল রুমসহ মোট ৩টি কক্ষে আগুন লাগে।

শনিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে বার্মিজ মার্কেট সমিতির কন্ট্রোলরুমে আগুন ধরে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শামসুল আলম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে আধাঘন্টা সময় লাগে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুণে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

মুআ/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm