s alam cement
আক্রান্ত
৯৬৫০৩
সুস্থ
৬৩৪৮০
মৃত্যু
১১৬৬

মুখে টেপ লাগানো অবস্থায় তরুণ ব্যবসায়ীর লাশ পড়েছিল ব্রিজের নিচে

চট্টগ্রামের হাটহাজারীতে

0

আব্দুল্লাহ আল মামুন নামের ২৫ বছরের তরুণ এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী পুলিশ।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট রেল স্টেশনের আগে মাইট্টাপুল এলাকা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

নিহত মামুন সরকারহাট মোমেনশাহ বাড়ির মৃত মহিউদ্দিন মিস্ত্রির ছেলে। তিনি নারকেলের পাইকারী ব্যবসা করতেন।

পুলিশ জানায়, মির্জাপুর ইউনিয়নের সরকারহাট রেললাইনের আগে মাটির পুল এলাকায় রক্তের দাগ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে ব্রিজের নিচে গিয়ে নারকেল ব্যবসায়ী মো. মামুনের লাশ দেখতে পান তারা। তার মুখে টেপ লাগানো ছিল। তার মুখ, হাটুসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে লোহার একটি পাইপ পিটিংয়ের রেঞ্জ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দিয়ে মামুনকে আঘাত করে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাটজহাজারী থানার এসআই ফয়সাল বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মির্জাপুর সরকারহাট থেকে একজন যুবকের লাশ উদ্ধার করি আমরা। লাশের সুরতহালে শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।’

মুআ/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm