চট্টগ্রামের যানজটে ট্রেনই আটকে গেল (ভিডিও)

0

ট্রেন কখনও আটকে থাকে না, সামনে যা-ই থাকুক চলে আপন গতিতে। কিন্তু চট্টগ্রামে এবার দেখা গেল, যানবাহনের কারণে ট্রেনই আটকে গেছে যানজটে।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের হালিশহরের সল্টগোলা লেভেলক্রসিংয়ে এমন দৃশ্যই দেখা গেল।

পিয়াল শাহরিয়ার নামে ওই ট্রেনের এক যাত্রী ফেসবুকের সেই ঘটনার ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইতিহাসে প্রথম, ট্রেন জ্যামে দাঁড়ানো। কি কি যে দেখতে হবে আমার এই জীবনে।’

জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে বের হচ্ছিল। হালিশহরের সল্টগোলা লেভেলক্রসিংয়ে এমনিতেই সবসময় যানজট লেগেই থাকে। ট্রেনটিও সেই যানজটেই আটকা পড়ে।

পিয়াল শাহরিয়ারের ফেসবুক পোস্টেই তারিকুল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন— ‘প্রতি মহান বৃহস্পতিবার আর সরকারি বন্ধ দেওয়ার আগের দিন প্রতিনিয়ত ট্রেনকে আটকায় জ্যাম ক্লিয়ার করে। আমি বেশ কয়েকবার এইটার মজা নিছি কদমতলীতে।’

এনাম হাসান নামের আরেক মন্তব্য করেছেন, ‘রেকর্ড বুকে লেখা হয়ে গেল হয়তো।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm