সৌদি আরবের মদিনায় টিনের চাল খুলতে গিয়ে মুহাম্মদ মুছা নামে চট্টগ্রামের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
মদিনা মূল শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কফিল বা নিয়োগকর্তার খামারের ঘর মেরামত করার সময় ঘরের টিনের চাল খুলতে গিয়ে মুছা মারা যান।
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এ দুর্ঘটনা ঘটে। মদিনার আলুলাহ নামক জায়গায় নিজ কর্মস্থলে কাজ করার সময় ঘরের টিনের চাল খুলতে গিয়ে একতলা থেকে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মদিনাপ্রবাসী মুহাম্মদ মুছা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের আধুনগর বায়তুন নূর পাড়ার জালাল আহমদের ছেলে।
তিনি ৫ সন্তানের জনক। তার ৩ মেয়ে ও ২ ছেলেসন্তান রয়েছে। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তিনি সৌদি আরবে যান।
মোহাম্মদ মুছার লাশ সৌদি আরবের মদিনায় একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
সিপি