s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

৩ টাকার জন্য বৃদ্ধ যাত্রীকে লাথি মেরে ফেলে দিলেন বাসের হেলপার

0

৫ টাকার ভাড়া ৮ টাকা না দেওয়ায় চলন্ত গাড়ি থেকে এক বয়স্ক যাত্রীকে লাথি মেরে ফেলে দিলেন বাসের হেলপার।

শুক্রবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে লালখান বাজার মোড়ে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার শিকার আব্দুল হামিদ(৫৫) গাড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আঘাত পান।

পরে পুলিশের সহযোগিতায় আহত হামিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

৩ টাকার জন্য বৃদ্ধ যাত্রীকে লাথি মেরে ফেলে দিলেন বাসের হেলপার 1

মামুন উর রশীদ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী ফেসবুকে লিখেছেন, ‘ওয়াসার মোড় থেকে লালখানবাজার এসে এক যাত্রী ৫ টাকা ভাড়া দিলে ৮ টাকার জন্য হেলপারের সাথে যাত্রীর কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে যাত্রীকে লাথি মেরে নিচে ফেলা দেওয়া হয়।’

ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘এর পরপরই ৯৯৯-এ (জাতীয় জরুরি সহায়তা সেবা) কল করি। সাথে সাথে কোতোয়ালী থানার পুলিশ এসে যাত্রীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায় এবং বাসটি থানায় নিয়ে যায়।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘৫ টাকার ভাড়া কেন ৮ টাকা দেওয়া হবে— তা নিয়ে কথা কাটাকাটির জেরে এক বয়স্ক যাত্রীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পর আমরা আগ্রাবাদমুখী ১০ নাম্বার রুটের চট্টমেট্টো জ-১১-১৮৭২ সিরিয়ালের গাড়িটি জব্দ করি। বাসটির ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসি। তবে মূল অপরাধী বাসটির হেলপার পালিয়ে গেছে।’

তিনি বলেন, ‘এই ঘটনায় প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

বিএস/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm