চট্টগ্রামের রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরিজম ব্যবসায়ী ও আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন গুণিজন সম্মাননা পেয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে সিলেটের শ্রীমঙ্গলের একটি হোটেলের রিসোর্ট অ্যান্ড গলফে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আক্কাস উদ্দিনসহ ৩০ জন ব্যক্তি ‘মেডেল অফ সাকসেস’ সম্মান জানানো হয়।
আউটস্ট্যান্ডিং লিডারশিপ ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমট্যুরিজমের ওপর আক্কাস এ সম্মাননা পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নাজরুল ইসলাম তালুকদার।
আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জর্জ রবিউল আউয়াল. প্রথমা বাংলাদেশ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, ‘সফলতার গল্প’ শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি এমন একটি মঞ্চ, যেখানে মানুষের গল্প মানুষকে শক্তি, সাহস ও আত্মবিশ্বাস জোগাবে। প্রত্যেক সাফল্যের পেছনে রয়েছে অধ্যবসায়, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম—এই বার্তাই ছড়িয়ে দিতে চাই।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘নিউজ২৪’।
চট্টগ্রামের রেস্টুরেন্ট অ্যন্ড ট্যুরিজম ব্যবসায়ী মো. আক্কাস উদ্দিন বলেন, রেস্টুরেন্ট ও ট্যুরিজম ব্যবসায়ীরা অসহায়। উদ্যোগ ও ভাল বিনিয়োগকারী থাকলেও নিরাপত্তার কারণে আসছেন না। পর্যটন খাতের উন্নয়নে সরকারকে ভাল ভূমিকা রাখতে হবে।


