চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ উপলক্ষে বিমানবন্দর কর্তৃপক্ষ টার্মিনাল ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

আরও উপস্থিত ছিলেন বিএমইটি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার (ইমিগ্রেশন), প্রত্যাশীর সিমস প্রজেক্টের ম্যানেজার সুফী মনি।

অনুষ্ঠানে বিমানবন্দর পরিচালক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন দ্বার হিসেবে প্রবাসী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিমানবন্দর দিয়ে যাতায়াত করা আন্তর্জাতিক যাত্রীদের প্রায় ৭৪ শতাংশ আমাদের প্রবাসী শ্রমিক ভাই-বোন। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবাসী যাত্রীদের জন্য সেবা সহজীকরণ, যাত্রী সহায়তা জোরদারকরণ এবং তথ্যভিত্তিক সেবার প্রসারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

বিএমইটি’র পরিচালক মো. মাসুদ রানা প্রবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং মানবিক সুরক্ষা নিশ্চিত করার প্রতি গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে প্রত্যাবর্তনকারী প্রবাসীদের জন্য ইমিগ্রেশন, কাস্টমস ও যাত্রী সেবায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের প্রতি জোর দেন।

ksrm