পটিয়ার আরিফ খান হলেন ‘সেরা এপেক্সিয়ান’

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-৩ পর্যায়ে ‘সেরা এপেক্সিয়ান’ সম্মাননা অর্জন করেছেন এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান।

শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের ফয়’স লেক সি ওয়ার্ল্ডে অনুষ্ঠিত ৪৫তম শাহ আমানত এপেক্স কনভেনশন-২০২৫ এ তাকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।

এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান বর্তমানে এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর সেক্রেটারি এবং ৪৫তম জেলা-৩ কনভেনশন কমিটির সেক্রেটারি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম, নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক অগ্রগতিতে তার নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

জেলা-৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান এক অভিনন্দন বার্তায় বলেন, মুহাম্মদ আরিফ খানের শক্তিশালী সাংগঠনিক দক্ষতা ও তদারকি আমাদের জেলা-৩ এর কার্যক্রমকে আরও গতিশীল করেছে। এই সম্মাননা তার যোগ্য কাজেরই প্রতিফলন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান বলেন, এই স্বীকৃতি কাজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতেও এপেক্সের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

ksrm