চট্টগ্রামের বাজারে রমরমা নকল ডেটল ও লাইফবয়, তৈরি হয় রিকশার গ্যারেজে

বিএসটিআইয়ের পরীক্ষায় মিললো ক্ষতিকর কেমিক্যাল

সলিড-ডেটল ও লাইফবয়ের মতো বহুল ব্যবহৃত নামিদামি ব্র্যান্ডের নামে নকল সাবান তৈরি হচ্ছে রিকশার গ্যারেজে। এসব পণ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বাজারজুড়ে। আর সাধারণ মানুষ নকল সাবান ব্যবহার করে আক্রান্ত হচ্ছেন মারাত্মক চর্মরোগে।

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় সন্ধান মিলেছে এই নকল সাবান তৈরির কারখানার৷

রোববার (১৪ ডিসেম্বর) র ্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেয়।

অভিযানে, ডেটল ও লাইফবয়সহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয় সাবান তৈরির কেমিক্যাল, মোড়ক, ছাঁচ ও অন্যান্য উৎপাদন সরঞ্জাম। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

র ্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহৃত স্থাপনাটি দীর্ঘদিন ধরে নকল সাবান তৈরির কাজে ব্যবহার করা হচ্ছিল। মূলত রাতের বেলায় শ্রমিকরা এসে সাবান উৎপাদন করতেন। পরে সেগুলো নামিদামি কোম্পানির লোগো লাগিয়ে বাজারে ছাড়তো।

তিনি আরও জানান, বিএসটিআইয়ের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, জব্দকৃত নকল সাবানে ব্যবহৃত কেমিক্যাল মানুষের ত্বক ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভোক্তাদের প্রতারণার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য এটি একটি বড় ঝুঁকি।

অভিযান শেষে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র ্যাব।

এএইচ/ডিজে

ksrm