চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন কক্সবাজারের মরিয়ম বেগম নামে এক নারী। জন্ম নেওয়া সন্তানের মধ্যে পাঁচটি ছেলে এবং একটি মেয়ে সন্তান। দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দেন তিনি। তবে তার ছয় শিশু স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে। মা ও নবজাতক উভয়ে সুস্থ আছেন।
শনিবার (১০ মে) দুপুরে নগরীর ন্যাশনাল হসপিটাল লিমিটেড হাসপাতালে ছয় সন্তান জন্ম দেওয়া ঘটনা ঘটেছে। হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজনীন সুলতানা লুলু’র তত্ত্বাবধানে ছিলেন ওই নারী।
এর আগেও তিনি একসঙ্গে ৪ সন্তান নিয়ে গর্ভধারণ করেন। কিন্তু অপরিপক্ক হওয়ায় তখন কেউ পৃথিবীর আলোর মুখ দেখেনি।
হাসাপাতাল সূত্রে জানা গেছে, কক্সবাজার ঈদগাঁ জাকির পাড়া থেকে নূর মোহাম্মদ ও মরিয়ম বেগম ন্যাশনাল হসপিটাল লিমিটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা মায়ের পরীক্ষা-নিরীক্ষার শেষে সুস্থ ৬ নবজাতক শিশুর নরমাল ডেলিভারি সম্পন্ন করেন। পাঁচ নবজাতকের ওজন তুলনামূলকভাবে কম হলেও তারা ঝুঁকিমুক্ত। তবে অপর এক নবজাতকের ওজন ঠিক আছে।
৬ সন্তানের জননী এর আগের চার সন্তান নিয়ে গর্ভধারণ করেন। কিন্তু পাঁচ মাসের মাথায় বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। কয়েকবছর পর আবার গর্ভধারণ করলে আল্ট্রাতে পাঁচ সন্তানের অস্বিত্ব পাওয়া যায়। কিন্তু ডেলিভারির সময় ছয় বাচ্চার জন্ম হয়।
৬ শিশুর স্বাস্থ্যঝুঁকি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। বর্তমানে ৬ নবজতাককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে।
ন্যাশনাল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. কারিশমা সুলতানা বলেন, ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই নারী লুলু ম্যাডামের তত্ত্বাবধানে রয়েছেন। আজ নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ৬ নবজাতকের জন্ম হয়েছে।
আরএ/ডিজে