‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। এ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (১০ মে) বিকেল ৩টায় শুরু হওয়া সমাবেশে বিকাল ৫টার দিকে তামিম পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। তার আগমনের খবর মাইকে ঘোষণা করা হলে, স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা।
মঞ্চে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তামিম বলেন, ‘আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান। আমরা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ডাক্তার নিষেধ করেছেন বেশি কথা বলতে, সুতরাং আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
হাজার হাজার জনতা এ সময় স্বাগত জানান তামিমকে। তামিমের সমাবেশে যোগ দেওয়ার খবর আগেই জানিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
কয়েক মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে তার হৃদযন্ত্রে রিং পরানো হয়। দেশ-বিদেশে চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ রয়েছেন।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চট্টগ্রাম মহানগর ও বিভাগের ৯৯টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। পলোগ্রাউন্ড এলাকা মুখরিত হয়ে উঠেছে স্লোগানে স্লোগানে।
জেজে/ডিজে