চট্টগ্রামের ২৫ এতিম শিশু পেল গ্লোবাল ওয়ানের খাদ্য ও শিক্ষা সহায়তা

চট্টগ্রাম অরফান সাপোর্ট প্রজেক্টের সুবিধাভোগী ২৫ পরিবারের মধ্যে খাদ্য, শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল ওয়ানের এই প্রকল্পের মাধ্যমে এই শিশুদের নিয়মিত এসব সহায়তা প্রদান করা হয়।

এতে আর্থিক পৃষ্ঠপোষকতা করছে দেশীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম।

রোববার (১২ অক্টোবর) সকালে সীতাকুণ্ডের জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীতাকুন্ডের ১১ জন শিশু ও দুপুরে মিরসরাই কলেজ প্রাঙ্গনে ১৪ জন শিশুর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ানের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রমজাম আলী, প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আয়াজ উদ্দিন ও স্বেচ্ছাসেবক ফারহান বিন আলম।

গ্লোবাল ওয়ানের কর্মকর্তা রমজান আলী বলেন, ‘এতিম শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ২০২২ সাল থেকে এই শিশুদের প্রতি তিন মাস পর পর খাবার, শিক্ষা সামগ্রী ও অর্থ সহযোগিতা প্রদান করা হয়। এটা তাদের উচ্চমাধ্যমিক শিক্ষা পর্যন্ত অব্যাহত থাকবে।’

ksrm