নাইক্ষ্যংছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ডাম্পার চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ডাম্পার চালক আটক করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) উপজেলার বাইশারীতে সকাল সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী বাইশারী বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ডাম্পার চালকের নাম রাসেল বড়ুয়া ওরফে ভচক্কা (২৫)। তিনি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের সুজন বড়ুয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়িতে যাওয়ার সময় বাজারের পশ্চিম দিকে পৌঁছলে ড্রাম্পার চালক রাসেল তাকে রামুর ঈদগড় ইউনিয়নের অলিরঝিড়ি নামে গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।

ভুক্তভোগী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ওসি মাসরুরুল হক বলেন, অভিযাগ পাওয়ার পর ডাম্পার চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ডিজে

ksrm