চট্টগ্রামে এইচএসসি ইংরেজি ২য় পত্রে ১০ পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১৬৪৩ জন

চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় নকল করায় ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬৪৩ জন।

বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় এইচএসসি পরীক্ষায় এসব পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় চট্টগ্রামে ৭২ হাজার ৩২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭১ হাজার ২২৪ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১০১ জন। বহিষ্কার করা হয়েছে ২ জনকে।

কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে ৪ জেলা মিলে বহিষ্কার করা হয়েছে ৮ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm