চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এনজিওকর্মীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক এনজিওকর্মী।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার বাইন্যাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল সিকদার (৩২) টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সবুজ সিকদারের ছেলে এবং ব্যুরো বাংলাদেশ এনজিওর চন্দনাইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া আহত ব্যক্তির নাম জাবেদ মিয়া, তিনিও একই জেলার বাসাইল উপজেলার ময়না মিয়ার ছেলে। তিনি ওই এনজিওর প্রোগ্রাম অর্গানাইজার।

দুর্ঘটনার পর আহত জাবেদ মিয়াকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক দেবনাথ বলেন, ইকবাল সিকদারকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহত জাবেদ মিয়ার চিকিৎসা চলছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm