চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরেক নারীর মৃত্যু হয়েছে। তবে তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
করোনায় মৃত নারীর নাম সালেহা বেগম (৪০)। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি মিরসরাই উপজলার বাসিন্দা।
শনিবার (২৮ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আরও জানানো হয়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে শেভরণে ৪ জন ও এভারকেয়ার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।
এখনও পর্যন্ত চলতি মাসে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩০ জন।
এদিকে চলতি মাসে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
আরএ/ডিজে