গোসল করানোর সময় মায়ের হাত থেকে ছিটকে পড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম জাহিদ (৭)। হাত থেকে ছিটকে পড়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
রোববার (২৯ জুন) উপজেলা গাছুয়া ইউনিয়নের নূর আলম মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার দিকে জাহিদের মা তাকে গোসল করানোর জন্য পুকুরে আনেন। গোসল করানোর সময় হঠাৎ তার মায়ের হাত থেকে ছিটকে পড়ে যায় সে। ছেলেকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে তার মা সাহায্যের জন্য চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে আসেন। পরে তারাচৌকি ও কলাগাছ দিয়ে ভাসমান ভেলার সাহায্যে ঝাঁকি জাল নিয়ে জাহিদকে উদ্ধারের চেষ্টা করেন।
খবর পেয়ে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে উপস্থিত হন। উভয়ের প্রায় আড়াই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় দুপুর আড়াইটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, ওই পুকুরটি প্রায় ২০ ফুট গভীর। এতো গভীরে পেশাদার ডুবুরি দল ছাড়া আমাদের পক্ষে উদ্ধারকাজ করা যথেষ্ট কষ্টসাধ্য। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত উদ্ধারকাজ শুরু করে শিশুটিকে উদ্ধার করেছি।
ডিজে