নকল ও মোবাইল ফোন পাওয়ায় চট্টগ্রামে ২ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়নি ১২৩৫ জন

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া নকল ও মোবাইল পাওয়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৯ জুন) সকাল ১০টায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে। বহিষ্কৃত দুইজন মানবিক বিভাগের পরীক্ষার্থী। তাদের একজন নাজিরহাট কলেজের এবং অন্যজন জোরারগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী। তাদের একজনের কাছ থেকে হাতে লেখা নকল ও অপরজনের কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গেছে।

এদিকে চট্টগ্রামে বোর্ডের মোট ১১৫টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৮ হাজার ৩১৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৮৩ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, চট্টগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জনকে বহিষ্কার করা হয়েছে। আজকের পরীক্ষায় ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm